রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল অন্ডালের রেল হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে মৃত্যু হয়েছে রোগীর, এমনটাই অভিযোগ আনছেন মৃতের পরিবার ও স্থানীয়রা। জানা গেছে, অন্ডালের মদনপুরের বাসিন্দা সনাতন দাসকে শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার দুপুরের অন্ডালের রেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সনাতনবাবুর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আসানসোল রেল হাসপাতালে রেফার করা হয়। সেই অনুযায়ী সনাতনবাবুর পরিজনেরা অ্যাম্বুলেন্সে করে আসানসোল রেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যু হয় সনাতনবাবুর।
পরিবারের অভিযোগ, ওই অ্যাম্বুলেন্সে অক্সিজেনের সিলিন্ডারে যথেষ্ট পরিমাণে অক্সিজেন ছিল না, মাঝ রাস্তায় অক্সিজেন শেষ হয়ে যায়। অক্সিজেনের অভাবেই মৃত্যু হয় সনাতনবাবুর, এমনটাই অভিযোগ পরিবারের । তাঁদের আরও অভিযোগ, হাসপাতালের ওই অ্যাম্বুলেন্সে যে অক্সিজেন সিলিন্ডার ছিল সেটি প্রায় খালি ছিল। পরে হাসপাতালে তা জানালে ভর্তি সিলিন্ডার দেওয়া হলেও তা সেট করার মতো হাসপাতালের তরফে কোনো কর্মীকে দেওয়া হয়নি। বরং অ্যাম্বুলেন্সের চালক অক্সিজেনের সিলিন্ডার সেট করেছিল। এই সব ঘটনার মাঝেই অক্সিজেনের অভাবে মারা যান সনাতনবাবু। এরপরেই মৃতের পরিবার ক্ষোভে ফেটে পড়েন। হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানাতে থাকেন তাঁরা। পরিস্থিতি জটিল হয়ে উঠতে শুরু করলে খবর যায় থানায়। অন্ডাল থানা থেকে বিশাল পুলিশ বাহিনী পৌঁছোয়। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্তিতি স্বাভাবিক হয়।