বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচা হাবে তীর্থযাত্রীদের বাসে ভাঙচুর ও যাত্রীদের মারধরের অভিযোগ উঠল। ভাঙচুরের অভিযোগ মিষ্টি ব্যবসায়ী ও স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। পাল্টা দোকানে ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ তীর্থযাত্রীদের বিরুদ্ধেও। ঘটনায় আহত উভয়পক্ষের বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শক্তিগড় থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওঘরে তীর্থ সেরে টিটাগড় ফিরছিল একটি তির্থযাত্রীদের বাস। শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে দাঁড়ায় বাসটি। কোন্‌ দোকানে যাত্রীরা ঢুকবেন তা নিয়ে ঝামেলার সূত্রপাত। তার জেরে বাসে ভাঙচুর, যাত্রীদের মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা ব্যবসায়ীদের বক্তব্য, যাত্রীরাই দোকানে ভাঙচুর চালায়, এমনকি কর্মীদের মারধর করে। ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ ২ নং জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহত হয়েছেন একজন পুলিশ কর্মীও। এদিকে তীর্থযাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগে পুলিশ অভিযুক্ত দোকান মালিক সহ ৩ জনকে গ্রেফতার করেছে।

Like Us On Facebook