ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিনে বৃহস্পতিবার দেশ জুড়ে পালিত হল শিক্ষক দিবস। শিক্ষকদের শ্রদ্ধা জানিয়ে তাঁদের নানাভাবে সম্মানিত করেন ছাত্র-ছাত্রীরা। বর্ধমান শহরের ভূগোলের এক গৃহশিক্ষকের ছাত্র-ছাত্রীরা এদিন এক অন্য ধরণের শিক্ষক দিবস পালন করলেন।

বর্ধমানের ২ নং শাঁখারিপুকুর এলাকার ভূগোলের গৃহশিক্ষক প্রদীপ্ত মন্ডলের ছাত্র-ছাত্রীরা এদিন সকাল বেলাতেই হাজির হলেন বর্ধমান স্টেশন চত্বরে। একে একে খোদ প্রদীপ্তবাবু সহ তাঁর ছাত্র-ছাত্রী সাগরিকা, সিমরন, সহমত, তৃষা, স্বর্ণালী, সামিম, রাজা, দেবিকা, প্রীতি, সুষ্মিতা, ওলি, সমৃদ্ধারা খুঁজে বেড়ালেন বর্ধমান স্টেশনের ভবঘুরেদের। কচিকাঁচা থেকে বয়স্ক বাদ গেলেন না কেউই। আলুর দম আর কচুরী জলখাবার খাইয়ে যেন প্রকৃত অর্থেই তৃপ্ত হলেন এদিন ভূগোলের এই শিক্ষক আর তাঁর ছাত্র-ছাত্রীরা।

ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন, সকলেই তো শিক্ষকদের সম্মান জানাচ্ছেন নিজের নিজের মত করে। আর এদিন তাঁরা সম্মান জানালেন তাঁদের প্রিয় গৃহশিক্ষক প্রদীপ্তবাবুকে। কারণ প্রদীপ্তবাবুই চেয়েছিলেন তাঁকে তখনই সম্মান জানানো হবে যখন দুস্থদের মুখে কিছু খাবার তুলে দেওয়া হবে। আর তাঁর এই ইচ্ছাকে সম্মান জানাতে তাঁকে সঙ্গী করেই এদিন অভিনব শিক্ষক দিবস পালন করলেন তাঁর ছাত্র-ছাত্রীরা।



Like Us On Facebook