একদিকে হবু বর অন্যদিকে দাদার শালার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল পশ্চিম বর্ধমান জেলার অণ্ডাল থানার অন্তর্গত রিয়েল জামবাদ কোলিয়ারির বাসিন্দা রেনু বাউড়ি (২২)। শনিবার সকালে রেনুর মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পড়শীরা জানান, রেনু রানিগঞ্জ টিডিবি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিল। রেনুর সঙ্গে তার দাদার শালার ভালোবাসার সম্পর্ক ছিল। বাড়ির লোক সেই সম্পর্ক মেনে নেয় নি। সম্প্রতি রেনুর সঙ্গে পাণ্ডবেশ্বরের এক যুবকের বিয়ের ঠিক হয়। এই খবর জানতে পেরে রেনুর প্রেমিক তাকে নানভাবে হুমকি দিতে থাকে বলে অভিযোগ। রেনুর প্রেমের ব্যাপারে জানতে পেরে হবু বরও রেনুকে ভর্ৎসনা করে বলে অভিযোগ। প্রেমিক ও হবু বরের কাছ থেকে অযাচিত ব্যবহার পেয়ে রেনু ভেঙে পড়ে এবং এই চরম সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ পড়শীদের। দোষীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পড়শিরা। পারিবারিক সূত্রে জানা গেছে, সম্পর্কের টানাপোড়েনেই শেষমেষ রেনু আত্মহত্যার পথ বেছে নেয়।