মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুরেশ পূজারী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ বর্ধমানের পান্থশালায় জেলা ও ব্লক স্তরের বিজেপি নেতাদের নিয়ে এক বিশেষ বৈঠক করেন। কেন্দ্রীয় নেতারা ছাড়াও এদিনের বৈঠকে হাজির ছিলেন, বিজেপির বর্ধমান জেলার পর্যবেক্ষক অনল বিশ্বাস, বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ ৪২টি মণ্ডলের পদাধিকারী, পর্যবেক্ষক সহ জেলা কমিটি ও শাখা কমিটির সদস্যরা।
এদিনের বৈঠকে শিবপ্রকাশ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সমস্ত বিজেপির নেতৃত্বকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। একদিকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে সারাবছর ধরে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ, অন্যদিকে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে বিজেপির বর্ধমান জেলা কমিটি, বুথ কমিটি সম্পর্কে একাধিক নির্দেশ দিয়ে যান শিবপ্রকাশ। প্রতিটি বুথে ২০জনের একটি শক্তিশালী টিম গঠন করে সংশ্লিষ্ট বুথের সমস্ত ভোটারদের সঙ্গে নিবিড় সংযোগ তৈরীর নির্দেশ দিয়ে যান। এই ২০জনের মাথার ওপর থাকছেন একজন রাজ্য নেতৃত্ব। ওই রাজ্য নেতৃত্বের হাতে থাকছে ২ থেকে ৩টি করে বুথ। এভাবেই বুথ স্তর থেকে সংগঠন চাঙা করতে উদ্যোগ নিচ্ছে বিজেপি নেতৃত্ব।
অন্যদিকে, এদিন সুরেশ পূজারী জানিয়েছেন, প্রতিনিয়ত এই সমস্ত বুথ কমিটির কাজ খতিয়ে দেখতে নিয়মিত একজন করে কেন্দ্রীয় নেতৃত্ব দায়িত্বে থাকছেন। সুরেশ পূজারী এদিন জানিয়েছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি আসনেই বিজেপি এককভাবেই প্রার্থী দেবে। তিনি জানিয়েছেন, পশ্চিম বাংলায় বর্তমানে একমাত্র শাসক বিরোধী হিসাবে বিজেপি প্রতিষ্ঠিত হয়েছে। সদ্য পুরসভার নির্বাচনেও তা প্রমাণিত হয়েছে। সিপিএম এবং কংগ্রেস যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে চলে গেছে।
উল্লেখ্য, এদিন এই বৈঠকের পর কেন্দ্রীয় এই দলটি বর্ধমান শহরের ৬ নং ওয়ার্ডের একটি বুথেও যান। সেখানে কথা বলেন সাধারণ ভোটারদের সঙ্গে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলিও তাঁরা প্রচারে তুলে ধরেন।