তন্ত্র সাধনার জন্য মাটিতে পুঁতে দেওয়া এক শিশুর মৃতদেহ তুলে নিয়ে যাওয়ার অভিযোগে ধরা পড়ল এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বর্ধমানের নির্মল ঝিল এলাকায়। পুলিশ অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের শ্মশান নির্মল ঝিলের পিছনে বাঁকা নদীর ধারে। এই ঘটনার পর এদিন তুমুল উত্তেজনা তৈরি হয় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক মৃত শিশুকে প্রথা মেনে বর্ধমান শ্মশানের পিছনে নির্দিষ্ট জায়গায় মাটি খুঁড়ে সৎকার করে দিয়ে চলে যায় কোন এক পরিবার। তারপরই শহরের মেহেদিবাগান এলাকার বাসিন্দা গণেশ চক্রবর্তী নামে এক তান্ত্রিক ওই স্থানের মাটি খুঁড়ে শিশুটির মৃতদেহ তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। স্থানীয় মানুষজনের সন্দেহ হওয়ায় ওই ব্যাক্তিকে আটক করে। যদিও ওই ব্যক্তি স্বীকার করে যে সে তন্ত্র সাধনার জন্য দেহটি নিয়ে যাচ্ছিলো। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ওই ব্যাক্তিকে আটক করে নিয়ে যায়। ধৃত ব্যাক্তির কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার হয়েছে বলে জানা গেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।