বর্ধমানে ২ নম্বর জাতীয় সড়কে চারচাকা গাড়ির পিছনে তেল ট্রাঙ্কারের ধাক্কায় জখম চার শিশুসহ ৬ জন। তাদের সকলকেই ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের মিরছোবা এলাকায়। দুর্ঘটনার জেরে ঘন্টা খানেক অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি চারচাকা গাড়ি করে বর্ধমানের নীলপুর থেকে দেবাশীষ দাস রথতলায় যাচ্ছিলেন। যাওয়ার পথে মীরছোবার কাছে দুর্গাপুরমুখী একটি তেল ট্রাঙ্কার ওভারটেক করতে গিয়ে সামনে থাকা চার চাকা গাড়িটির পিছনে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়িটি কয়েকবার পাল্টি খেয়ে ছিটকে পড়ে। দুর্ঘটনায় গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ট্রাঙ্কারটিকে পুলিশ আটক করলেও চালক ও খালাসি পলাতক।