তেলের ট্যাঙ্কারের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত ২। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম শেখ নিজামুদ্দিন(২২) ও রফিকুল মোল্লা(১৫)। তাঁদের বাড়ি বন্ডুল ১ গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর গ্রামে। নিজামুদ্দিন মুম্বাইয়ে সোনা রূপোর দোকানে কাজ করতেন। করোনার জন্য বাড়ি এসেছিলেন, অন্য দিকে রফিকুল স্থানীয় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। দেওয়ানদিঘি থানার বর্ধমান-নবদ্বীপ রোডের বালিসা ও নেড়াগোয়ালিয়ার মাঝে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, বর্ধমান থেকে তেলের ট্যাঙ্কারটি নবদ্বীপের দিকে যাচ্ছিল। উল্টোদিকে বাইকে হেলমেট ছাড়াই দু’জন নিত্যানন্দপুর থেকে কুড়মুন আসছিলেন। একটি বাঁকের মুখে দ্রুত গতিতে আসা তেলের ট্যাঙ্কারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান দু’জনই। ঘটনার পরই গাড়ি ফেলে জমি দিয়ে ছুটে পালিয়ে যান ট্যাঙ্কার চালক। পরে দেওয়ানদীঘি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ তুলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।