বৃহস্পতিবার শুরু হল বর্ধমানের আলমগঞ্জ কল্পতরু মাঠের চিলড্রেন কালচারাল সেণ্টারে ৪৪ তম রাজ্য এবং তৃতীয় বর্ধমান জেলা বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। ১২টি জেলার প্রায় ৪৮৭ জন প্রতিযোগী অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। ৪টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ইভেণ্ট রয়েছে ৫টি। এই প্রতিযোগিতার বিজয়ীরা জুন মাসের শেষে পুনেতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতাতে অংশ নেবে বলে এদিন উদ্যোক্তারা জানিয়েছেন। বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। হাজির ছিলেন পূর্ব বর্ধমানে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ও জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল, বর্ধমানে পুরপতি ডা. স্বরূপ দত্ত, ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু তাহারিনা নাসরিন প্রমুখ। উদ্যোক্তারা জানিয়েছেন, এই প্রতিযোগিতায় মোট ১২টি জেলার প্রায় ৪৮৭ প্রতিযোগী অংশ নিচ্ছে। এর মধ্যে ২৯০ জন ছেলে এবং ১৯৭ জন মেয়ে অংশ নিচ্ছে। প্রতিযোগিতার মোট বাজেট প্রায় ৮ লক্ষ টাকা। সাঁতার প্রতিযোগিতা পরিচালনার জন্য টেকনিক্যাল অফিসার রয়েছেন ৫০ জন। ১০ জন রয়েছেন বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সদস্যও। প্রতিযোগিতা চলবে ১১ জুন পর্যন্ত।
Like Us On Facebook