মিষ্টান্ন শিল্পে জিএসটি জারির প্রতিবাদে আগামীকাল, সোমবার বন্ধের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি। মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির দাবি সোমবার সারা রাজ্যে প্রায় দু’লক্ষ মিষ্টির দোকান বন্ধ থাকবে। এছাড়াও সমিতি ২৪-২৬ আগস্ট ধর্মতলায় রিলে অনশনের ডাক দিয়েছে। মিষ্টি ও নোনতার উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে এবং সোমবারের প্রতীকি ধর্মঘট সফল করতে শনিবার থেকেই দুই বর্ধমান জেলার মিষ্টান্ন ব্যবসায়ীরা মিছিল, পদযাত্রা ও মাইকিং করছেন। জানা গেছে, বর্ধমান সীতাভোগ ও মিহিদানা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিষ্টান্ন শিল্প থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে সোমবার জেলাশাসককে স্মারকলিপি দেবেন। উল্লেখ্য, মিষ্টিতে ৫ শতাংশ এবং নোনতায় ১২ শতাংশ জিসটি সেপ্টম্বর থেকে কার্যকর হওয়ার কথা।
Like Us On Facebook