স্বামী বারবার নিষেধ করা সত্ত্বেও একপ্রকার জোর করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের টানে ২১ জুলাই কলকাতায় শহিদ দিবসের অনুষ্ঠানে স্বামী অধীর সরকারের সঙ্গে বাসে করে বেরিয়ে পড়েছিলন বর্ধমানের বড়নীলপুরের রেখা সরকার। বরানগরের টবিন রোডের কাছে বাসেই সন্তান প্রসব করেন তিনি। একুশে জন্ম বলে কন্যা সন্তানের নাম রাখা হয় একুশি। দ্রুত তাদের নিয়ে যাওয়া হয় বরানগর হাসপাতালে। সেখান থেকে পরে তাদের কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তর করা হয়।
মঙ্গলবার কলকাতার আরজি কর হাসপাতালে সেই একুশি ও তার মাকে দেখতে গিয়ে চিকিৎসা সহ অন্যান্য সহায়তার কথা জানালেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। শিশু ও তার মায়ের চিকিৎসা চলাকালীন কলকাতায় থাকার ব্যবস্থা, এমনকী সুস্থ হয়ে বাড়ি ফেরার যাবতীয় খরচ দল বহন করবে বলে জানিয়েছেন স্বপনবাবু। এদিন হাসপাতালে গিয়ে স্বপনবাবু একুশি ও তার মায়ের সঙ্গে দেখা করার পাশাপাশি হাসপাতালের চিকিৎসকদের কাছে মা ও মেয়ের শারিরীক অবস্থার খোঁজখবর নেন। মা ও মেয়ের শারিরীক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। দলের এই উদ্যোগে খুশি একনিষ্ঠ তৃণমূল সমর্থক অধীর ও রেখা সরকার।