ঝাড়ু হাতে হাসপাতালে সাফাই অভিযানে নামলেন মন্ত্রী স্বপন দেবনাথ। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবার নিজেই কাজে হাত লাগালেন তিনি। শনিবার সকালে পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে আবর্জনা পরিষ্কারে নামেন মন্ত্রী। এদিন মুখে মাস্ক, হাতে গ্লাভস, কোমরে গামছা বেঁধে ঝাঁটা হাতে নিয়ে হাসপাতাল চত্বর পরিষ্কার করতে শুরু করেন তিনি। তাঁর সঙ্গে হাত মেলান সাফাই দফতরে কর্মীরাও।
পাশাপাশি এদিন নাদনঘাট থানার পক্ষ থেকেও সাফাই অভিযান অংশগ্রহণ করা হয়। পরে মন্ত্রী বলেন, ‘হাসপাতাল, রাস্তাঘাট সমস্ত কিছুই সাধারণ মানুষের জন্য। তাই সাধারণ মানুষ তাঁদের বাড়িঘর যেমন নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, সেইভাবে হাসপাতাল বা রাস্তাঘাট যদি তাঁরা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করতে উদ্যোগী হন তাতে মশা মাছি পোকার উপদ্রব যেমন কমবে তেমনই মানুষের রোগ জ্বালাও কমবে। তাই সকলকেই নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হওয়া উচিত।