চোর সন্দেহে এক যুবককে জ্যৈষ্ঠের কড়া রোদে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটল বর্ধমান শহরের আলিশা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদিন একটি টোটোতে চেপে কয়েকজন যুবক আসে আলিশা এলাকায় শৈলেন্দ্রনাথ মুখার্জী মূক ও বধির স্কুলের সামনে। তাঁরা এদিন স্কুলের মধ্যে ঢুকে ডাব চুরি করতে যায়। তখনই তাঁদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। ২জন পালিয়ে গেলেও একজনকে ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে চলে গণধোলাই। পুলিশে খবর দিলে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়।
এদিন শৈলেন্দ্রনাথ মুখার্জী মূক ও বধির স্কুলের অধ্যক্ষা স্তুতি মুখার্জী জানিয়েছেন, কয়েকদিন আগেই স্কুল থেকে তাঁদের বহু মূল্যবান বেশ কিছু জিনিস চুরি হয়। ওই ঘটনায় পুলিশ তদন্ত করছে। তারই মাঝে এদিন ফের ৩ জন স্কুলে ঢোকে চুরির জন্য। এলাকার মানুষজন তাঁদের মধ্যে একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আগের চুরির সঙ্গে ধৃত যুবকের কোন সম্পর্ক আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।