দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছিল ঠিকা কর্মী দিলীপ ভকতের। ২০১৬ সালের ৩০ অক্টোবর প্ল্যান্টে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হয় দিলীপ ভকতের। আইএনটিটিইউসির কর্মী সংগঠনের নেতারা মৃত কর্মীর পরিবারের একজনকে চাকরি দেবার জন্য ক্রমাগত আন্দোলন চালান।
মঙ্গলবার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ অবশেষে মৃত কর্মী দিলীপ ভকতের স্ত্রীকে দুর্গাপুর স্টিল প্লান্টে চাকরির নিয়োগ পত্র দিল। চাকরির নিয়োগ পত্র হাতে পেয়ে মৃত কর্মী দিলীপ ভকতের স্ত্রী দীপা ভকত বলেন, স্বামীর মৃত্যুর পর কিভাবে সংসার চলবে এই ভেবে খুব ভেঙে পড়েছিলাম। আইএনটিটিইউসির কর্মী সংগঠনের নেতা হিমাংশু আঁশ যেভাবে আমাকে সহযোগিতা করলেন আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। ওনার চেষ্টায় আমি স্থায়ী চাকরি পেলাম।
Like Us On Facebook