বৃহস্পতিবার দুপুর নাগাদ ক্ষণিকের ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড অবস্থা পূর্ব বর্ধমানের একাধিক এলাকা। এদিন দুপুরে হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। তারপরেই শুরু হয় ঝড় ও বৃষ্টি। গলসির বোমপুর এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হয় এক ক্ষেতমজুরের। মৃতার নাম সজনী মুর্মু(৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, সজনী মুর্মু মাঠে ক্ষেত মজুরের কাজ করে বাড়ি ফেরছিলেন সেই সময়ই তিনি বজ্রাহত হন। তড়িঘড়ি তাঁকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, কালনার বৈদ্যপুরে ক্ষণিকের এই ঝড়ে ভেঙে পড়ে একাধিক সরস্বতী পুজোর মন্ডপ ও অস্থায়ী তোরণ। তোরণ ভেঙে আহত হন সমুদ্রগড় থেকে পুজো দেখতে আসা অর্পিতা সাহা নামে এক তরুণী। তাঁকে প্রথমে কালনা মহকুমা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে বৈদ্যপুরেই মন্ডপ মেরামতির সময় আহত হন অশোক মাহাতো নামে এক ডেকরেটর কর্মী।
এসডিপিও কালনা রাকেশ কুমার চৌধুরী জানান, ক্ষণিকের এই দমকা ঝড়ে কালনার প্রায় ৪টি মন্ডপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আরও কয়েকটি মন্ডপ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ২ জন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কালনা কেন্দ্রীয় পুজো কমিটির সভাপতি তথা বিধায়ক দেবপ্রসাদ বাগ জানিয়েছেন, হঠাৎ একটা দমকা হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে যায় একাধিক এলাকা।৩০-৩৫ টা প্যান্ডেল ও লাইটের গেট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
কালনা পৌরসভার ভাইস-চেয়ারম্যান তপন পোড়েল জানিয়েছেন, ২ মিনিটের ঝড়ে কালনা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে লাইটের গেট ভেঙে পড়েছে। কালনা পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে দেখভাল করে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেছে। ভাঙা অংশ সরিয়ে দেওয়া হয়েছে। এরপর পুজো দেখতে আসার ক্ষেত্রে আর অসুবিধা নেই।
কালনার সপ্তর্ষি সংঘের পুজো উদ্যোক্তা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য আরতী হালদার জানিয়েছেন, সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ-প্রশাসনের সহযোগিতায় তালবোনায় সপ্তর্ষি সংঘের পুজো এবার বেশ জাঁকজমক ভাবেই শুরু হয়েছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সাথে আমরা পেরে উঠলাম না। আমরা মর্মাহত, দুঃখিত। ব্যারাকপুর থেকে প্যান্ডেল শিল্পীরা আসবেন তাঁরা দেখে মেরামতের চেষ্টা করবেন। মানুষ যাতে হতাশ না হয় সেই বিষয়টা আমরা দেখছি। আমরা চেষ্টা করছি। উল্লেখ্য, কালনায় প্রায় শতাধিক সরস্বতী পুজো হয়। সার্বজনীন,বারোয়ারী এমনকি থিমের পুজোও হয়।