দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের গোছা গোছা চুল ঝড়ে পড়ার আতঙ্ক এবার গ্রাস করল অন্ডালকে। এক মহিলার মাথা থেকে হঠাৎ কয়েক গোছা চুল খসে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছাড়ল। এলাকার বাসিন্দাদের ধরণা অলৌকিক কোন শক্তির প্রকোপে মহিলার মাথা থেকে গোছা গোছা চুল খসে পড়েছে। জানা গেছে, বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও মালদার পর অন্ডালে একই ঘটনা ঘটায় মানুষের মনে ভূতের ভয় চেপে বসেছে।
জানা গেছে অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারির ধাওরায় বিমলাদেবীর মাথায় ব্যথা হলে মাথায় ঠান্ডা তেল দেওয়ায় বিমলা দেবীর মাথা থেকে খানিকটা চুল খসে যায়। এর পর বিমলাদেবী অজ্ঞান হয়ে পড়েন। বাড়ির লোকজন দ্রুততার সঙ্গে বিমলাদেবীকে বাঙ্কোলা কোলিয়ারির হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর বিমলাদেবীকে ছেড়ে দেওয়া হয়। এরমধ্যেই রটে যায় ভূতের কাহিনী। বিমলাদেবীর স্বামী মোহন দাস বলেন, ‘যেভাবে হটাৎ মাথার চুল খসে গেল, এটা অলৌকিক ঘটনা ছাড়া কিছু নয়। শুনেছি বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র ও মালদায় অলৌকিক ভাবে একই রকম উপসর্গ নিয়ে চুল খসে পড়েছে।’ চিকিৎসকরা অলৌকিক ঘটনার কথা মানতে নারাজ। চিকিৎসকদের অনুমান মাথায় দেওয়া ঠান্ডা তেল থেকেই যত বিপত্তি।