প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের সরকারি ক্ষতিপূরণের কথা ঘোষণা করতে হবে ও বিঘা প্রতি ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে এই দাবি সহ মোট ৭ দফা দাবিতে মঙ্গলবার কার্জনগেট চত্বরে আলু ফেলে বিক্ষোভ দেখাল এসইউসিআই পূর্ব বর্ধমান জেলা কমিটি। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে জেলাশাসককে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
মঙ্গলবার এসইউসিআই কর্মীরা বর্ধমানে কার্জন গেটের সামনে আলু ফেলে বিক্ষোভে সামিল হন। এসইউসিআই কর্মী-সমর্থকরা বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি সরষে ও পেঁয়াজের ক্ষতি হয়েছে। তাঁদের দাবি, সরকারকে অবিলম্বে চাষিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং কৃষিঋণ মুকুব করতে হবে। আলুর সহায়ক মূল্য বাড়িয়ে ৫০ কেজি বস্তার ক্ষেত্রে ৪০০ টাকা করার দাবি তোলেন বিক্ষোভকারীরা।
Like Us On Facebook