কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার মনোনয়ন পর্ব শুরু হল বর্ধমানে। পূর্ব বর্ধমান জেলার জেলাশাসকের দফতরের সামনের চত্বর থেকে শুরু করে গোটা আদালত চত্বর নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়। সিসিটিভি বসানো হয়েছে বিভিন্ন পয়েন্টে। প্রবেশ পথের দু’দিকে ব্যারিকেড করে চারচাকা ও দু’চাকা যানের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এদিন দুপুরে মনোনয়ন পেশ করেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের এসইউসিআই প্রার্থী সুচেতা কুন্ডু। তিনি জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের কাছে মনোনয়ন জমা দেন। বর্ধমান স্টেশন থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন দলের কর্মীরা। মনোনয়ন জমা দিয়ে এসইউসিআই প্রার্থী সুচেতা কুন্ডু বলেন, ‘মানুষের বাঁচার অধিকার ফিরিয়ে আনাতেই আমি ভোটের ময়দানে লড়াইয়ে নমেছি। আমি আশাবাদী আমার এই লড়াইয়ে মানুষ আমার সঙ্গে থাকবেন।
অন্যদিকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী নির্মল মাঝিও এদিন মনোনয়ন জমা দিলেন। এদিন তিনি পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অরিন্দম নিয়োগীর কাছে মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে কোর্ট কম্পাউণ্ডে ঢোকেন। তারপরে প্রার্থী সহ পাঁচজনের সদস্য মনোনয়ন জমা দিতে জেলাশাসকের দফতরে যান।