বিরল রোগের সফল অস্ত্রপচার হল বর্ধমান হাসপাতালে। ফলে প্রায় ১৫ বছর ধরে অদ্ভুত সমস্যায় ভুগতে থাকা রোগীর রোগমুক্তি ঘটল। জানা গেছে, বছর আটেক বয়স থেকে বর্ধমানের নেড়োদীঘি দক্ষিণপাড়ার বাসিন্দা সেখ রফিকুল ইসলাম (২৩) এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন। স্থানীয় চিকিৎসকদের দেখিয়েও কোন সুরাহা মেলেনি। শেষমেশ বর্ধমান হাসপাতেলে সফল অস্ত্রপচার হল রফিকুলের।
বর্ধমান হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর রফিকুলকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর পরিবার। প্রাথমিক চিকিৎসার পর দেখা যায় তাঁর মূত্রনালী দিয়ে তিনি যা খাচ্ছেন সেই খাবার বেড়িয়ে আসছে। বিভিন্ন পরীক্ষার পর দেখা যায় তিনি বিরল ‘ইউরেথ্রা ডিওডেনাল ফিসচুলা’ রোগে আক্রান্ত। এই রোগে খাদ্যনালীর সঙ্গে কোনভাবে মূত্রনালীর সংযোগ ঘটে যায়। যার ফলে, তাঁর মূত্রনালী দিয়ে খাবার ও খাবারের উপাদান বেড়িয়ে আসছে। চিকিৎসকদের মত অনুসারে, এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গ তথা ভারতে এর আগে পাওয়া যায়নি। বিশ্বে এটি এগারোতম ঘটনা। কৃমি পাকস্থলী ফুটো করে দেওয়াতেই এই বিপত্তি বলে অনুমান চিকিৎসকদের। এরপরেই চিকিৎসকরা অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন। শল্যচিকিৎসক নরেন্দ্রনাথ মুখার্জীর নেতৃত্বে গঠিত হয় ১০ সদস্যের একটি টিম। মঙ্গলবার অস্ত্রপচার করা হয়। অস্ত্রপচার সফল বলে দাবি চিকিৎসকদের। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।