খেলাধূলায় ভাল কৃতিত্বের জন্য মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের উদ্যোগে মোট ১১৫ জনকে সংবর্ধিত করা হল। এদিন বর্ধমান টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, সাংসদ সুনীল মণ্ডল প্রমুখরা।

জেলা বিদ্যালয় সংসদের সম্পাদক গৌরীশংকর ভট্টাচার্য জানিয়েছেন, যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বিভিন্ন খেলাধূলায় জেলাস্তরে এবং রাজ্যস্তরে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে এদিন তাদের সংবর্ধিত করা হয়। একইসঙ্গে এবারই জেলায় প্রথম বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রের প্রশিক্ষকদেরও সম্মানিত করা হয়েছে। এদিন ৮৬ জন ছাত্র-ছাত্রী এবং ২৯ জন প্রশিক্ষককে সম্মানিত করা হয়। বক্তব্য রাখতে গিয়ে এদিন মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, বর্তমানে ছেলেমেয়েদের মাঠে যাবার প্রবণতা কমেছে। আগ্রহ বেড়েছে মোবাইল, ইন্টারনেটে। এখনকার ছেলেমেয়েরা ফুটবলও খেলেনা, শরীরচর্চাও করে না। ক্রীড়া পরিকাঠামোর উন্নতির পাশাপাশি ছেলেমেয়েদের আরও বেশি করে মাঠে আসার আহ্বান জানান তিনি। অন্যদিকে, জেলাশাসক এদিন বলেন, খেলাধূলার ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার বিষয়টির বড় অভাব এখন দেখা যাচ্ছে। বিশ্বকাপে কেন আমাদের দেশ খেলতে পারছে না, তা ভাবা দরকার। খেলাধূলা ছাড়া সমাজের গঠন ও উন্নতি সম্ভব নয়।


Like Us On Facebook