স্কুলের দেওয়ালে সিনেমার পোষ্টার নিয়ে এবার পথে নামল স্কুল পড়ুয়ারাই। বুধবার ২০০ বছরের ঐতিহ্যবাহী বর্ধমানের নতুনগঞ্জ এলাকার রাজ কলিজিয়েট স্কুলের ছাত্ররা এব্যাপারে জেলা প্রশাসনের কাছে অভিযোগও দায়ের করল। বুধবার বর্ধমানের নতুনগঞ্জ এলাকার রাজ কলিজিয়েট স্কুলের ছাত্ররা স্কুলের দেওয়ালে সিনেমার পোষ্টার লাগানো নিয়ে অভিযোগের আঙুল তুলেছে বর্ধমান জেলা পরিষদের দিকেই।

উল্লেখ্য, বর্ধমান জেলা পরিষদের অধীনে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে নিয়মিতই চলচ্চিত্র প্রদর্শিত হয়। সম্প্রতি পোস্ত এবং বাহুবলী নামে দুটি ছবি প্রদর্শিত হচ্ছে সংস্কৃতি লোকমঞ্চের মূল মঞ্চ ও মেট্রোতে। আর তারই পোষ্টার দেওয়া হয়েছে স্কুলের দেওয়ালে। রাজ স্কুলের ছাত্রদের অভিযোগ, কঠোরভাবে স্কুলের দেওয়ালে পোষ্টার দেওয়া নিষেধ বলে উল্লেখও রয়েছে। কিন্তু তাকে তোয়াক্কা না করেই সিনেমার এই ছবি সম্বলিত পোষ্টার দেওয়ায় রীতিমত হৈচৈ শুরু হয়েছে।

এদিনই স্কুলের ছাত্রদের একটি প্রতিনিধি দল বর্ধমান জেলা পরিষদের কাছে লিখিতভাবে অভিযোগও দায়ের করেছে। এব্যাপারে বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, এব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারা এই পোষ্টার দিয়েছে সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। কার্যত স্কুল পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে ছাত্ররাই এগিয়ে আসায় যেমন সুস্থ রুচির পরিচয় দিয়েছে ছাত্ররা তেমনি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষকরাও।

Like Us On Facebook