বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেল ষষ্ঠ শ্রেণির এক ছাত্র। জানা গেছে, অন্ডাল থানার অধীন ময়রা কোলিয়ারির বাসিন্দা পেশায় রাজমিস্ত্রী সঞ্জয় রামের ছেলে রাহুল রাম (১৩) উখরা আদর্শ হিন্দি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার সকালে রুটের বাসে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় রাহুল। কিন্তু স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলেও রাহুল বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে রাহুলের খোঁজ শুরু হয়। পরিবারের পক্ষ থেকে স্কুলে খোঁজ নিলে স্কুলের শিক্ষক ওই দিন রাহুল স্কুলে না আসার কথা জানাযন। এরপর রাহুলের পরিবারের পক্ষ থেকে অন্ডাল থানায় একটি মিসিং ডাইরি করা হয়। এখনও পর্যন্ত রাহুলের কোন খোঁজ মেলেনি। রাহুলের রহস্যময় অন্তর্ধানের তদন্তে নেমেছে পুলিশ।
Like Us On Facebook