পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা এবং ইংরেজি মাধ্যমের কৃতি মোট ১৬৭ জন পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হল। শুক্রবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী তথা তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু সহ জেলার বিধায়ক, পৌরসভার প্রতিনিধিরাও। বর্ধমান পুরসভার কাউন্সিলার তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস জানিয়েছেন, মোট ১৬৭ জনকে এদিন সংবর্ধিত করা হয়েছে।
এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস ছাত্রছাত্রীদের কাছে বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল হওয়া এবং দেশ ও বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন রাখেন। এদিন তিনি বলেন, এক সময় ছেলে-মেয়েরা বাড়িতে পড়তে বসলে বিদ্যুৎ চলে গেলে মা-জেঠিমারা তাদের মাথায় হাওয়া করতেন। যাতে নিরিবিলিতে পড়াশোনা করে ভাল রেজাল্ট করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। এখন ছেলে-মেয়েদের সাথে বাবা-মায়েরাও স্কুলে যান। সন্তানরা ভাল রেজাল্ট করে জীবনে যাতে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য কত পরিশ্রম করেন। কিন্তু বাবা-মায়ের এত পরিশ্রম বৃথা যায় যখন দেখা যায় ছেলে প্রতিষ্ঠিত হয়ে বাবা-মাকে একলা ফেলে চলে যায়। বাবা-মায়ের সাথে যোগাযোগ শুধুমাত্র টেলিফোনে। অরূপবাবু বলেন, জীবনে সফল হওয়ার পাশাপাশি বাবা-মাকে ভালোবাসাই প্রকৃত শিক্ষা।