বাবার কাছে স্মার্টফোন চেয়েও আর্থিক কারণে বাবা তা দিতে না পারায় অভিমানে আত্মঘাতী হল মেয়ে। মৃতার নাম দিয়া ঘোষ (১৬)। বাড়ি শক্তিগড় থানার আমিরপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দিয়া এবছর জোতরাম হাইস্কুল থেকে মাধ্যমিকে ইংরেজিতে অকৃতকার্য হয়। বাবা তরুণ ঘোষ ক্ষুদ্র চাষী। গত কয়েকদিন ধরেই সে বাবার কাছে স্মার্টফোন কিনে দেওয়ার বায়না চালিয়ে যাচ্ছিল। কিন্তু বাবা আর্থিক কারণে তা দিতে পারেননি। এরপরই মঙ্গলবার রাতে নিজের ঘরেই ওড়নার ফাঁসে আত্মহত্যার চেষ্টা করে। মঙ্গলবার রাতেই তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Like Us On Facebook