বিতর্কের জেরে নোটিশ দিয়ে বর্ধমান লোক সংস্কৃতির মেট্রো প্রেক্ষাগৃহে বন্ধ করে দেওয়া হল অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের শো। ক্ষুব্ধ সিনেমাপ্রেমী সাধারণ মানুষ। বিতর্ক ওঠায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, খুব তাড়াতাড়ি মিটে যাবে সমস্যা দাবি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডুর।
অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবির ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই ছবিটি নিয়ে বিতর্ক শুরু হয়। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন সময়কে ছবিতে তুলে ধরা হয়েছে। মনমোহন সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের। ছবিটিতে কংগ্রেসকে হেয় করা হয়েছে বলে অভিযোগ। কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় হলের সামনে বিক্ষোভের জেরে ছবির প্রদর্শন বন্ধ হয়ে যায়।
শুক্রবার বর্ধমানের সংস্কৃতির মেট্রো প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শন শুরু হয়। শনিবার হঠাৎই হলে নোটিশ দিয়ে ছবির প্রদর্শন বন্ধ করে দেয় জেলা পরিষদ। পরিবর্তে এদিন মেট্রো প্রেক্ষাগৃহে অন্য দুটি ছবি প্রদর্শিত হয়। বহু দর্শক এদিন অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবি দেখতে এসে নিরাশ হয়ে ফিরে যান।