বৃহস্পতিবার বর্ধমান শহরে কাঞ্চননগরের রথতলায় এলাকার প্রাক্তন কাউন্সিলর খোকন দাসের উদ্যোগে এবং কাঞ্চন উৎসব কমিটির সহায়তায় প্রতিষ্ঠিত হল উত্তম কুমারের পূর্ণাবয়ব মূর্তি। সেই মূর্তির আবরণ উন্মোচন করতে আসেন উত্তম কুমারের পুত্রবধূ মহুয়া চ্যাটার্জী। এদিন তিনি উত্তম কুমারের চলচ্চিত্র জগতে অবদান এবং বাঙালীর হৃদয়ে উত্তম টান প্রসঙ্গে বলেন, ‘উত্তম কুমার ছিলেন, আছেন, থাকবেন।’ এদিন মহুয়াদেবীকে উত্তম কুমারের নামে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত সম্পত্তি, জমি জায়গা রয়েছে সেগুলির হালহকিকত প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি জানান, তাঁরাও শুনেছেন অনেক জেলাতেই উত্তম কুমারের নামে জমি রয়েছে। কিন্তু এখনও তাঁরা তা পুনরুদ্ধার করতে পারেননি। তাই এব্যাপারে খোদ মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, এদিন মহানায়ক উত্তম কুমারের ৯৪তম জন্মদিবসের দিন এই মূর্তি উন্মোচন করতে পেরে রীতিমত খুশী খোদ উত্তম কুমারের ফ্যান প্রাক্তন কাউন্সিলর খোকন দাস। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই উত্তম কুমারের সিনেমা দেখেছি। স্বপ্ন ছিল তাঁর মূর্তি বসানোর। এতদিন পর সেই স্বপ্ন পূরণ হল। উল্লেখ্য, এর আগেও বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চের সামনে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের দুটি মূর্তি বসানোর উদ্যোগ নেন বর্ধমানের উত্তম-সুচিত্রা ফ্যান ক্লাব। সম্প্রতি এই ফ্যান ক্লাবের সম্পাদক শরৎ কোনার প্রয়াত হওয়ায় গোটা বিষয়টি থমকে যায়। জানা গেছে, উত্তম কুমার খোদ পূর্ব বর্ধমান জেলার কাঁকসা এলাকায় বেশ কিছু জমি কেনেন চলচ্চিত্র শিল্পীদের নিয়ে সেখানে কিছু করার জন্য। কিন্তু সেই সব সম্পত্তির অনেকাংশই বেদখল হয়ে রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি উত্তম-সুচিত্রা ফ্যান ক্লাবের পক্ষ থেকে সেই জমি পুনরুদ্ধারের উদ্যোগও নেওয়া হয়।