.
সহায়ক মূল্যে সাড়ে পাঁচশো টাকা কুইন্টাল দরে আলু কিনবে রাজ্য সরকার। কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে এই আলু কিনবে রাজ্য সরকার। জানা গেছে, একজন আলু চাষির কাছ থেকে সর্বোচ্চ ২৫ কুইন্টাল আলু কিনবে সরকার। এজন্য বিডিও অফিসে নাম নথিভুক্ত করাতে হবে কৃষকদের। হিমঘরেও সরাসরি আলু বিক্রি করতে পারবেন কৃষকরা। আলুর দাম চেকে মেটাবে হিমঘর কর্তৃপক্ষ। এজন্য কৃষি সমবায় সমিতি থেকে ঋণ পাবে হিমঘর কর্তৃপক্ষ। ১৭ মার্চ পর্যন্ত আলু কেনা হবে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।
Like Us On Facebook