যে কোন প্রকারে ওভারলোডিং বন্ধ করতেই হবে। বালি থেকে পাথর জাতীয় ও রাজ্য সড়কের ওপর সমস্ত রকমের ওভারলোর্ডিং বন্ধ করতে কড়া নির্দেশ দিয়ে গেলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে বীরভূম জেলায় দুটি নতুন চেকপোষ্ট করার কথাও এদিন ঘোষণা করে যান পরিবহণ মন্ত্রী। উল্লেখ্য,বৃহস্পতিবার পরিবহণমন্ত্রী হিসাবে বর্ধমান জেলায় তথা বর্ধমান ডিভিশনের অধীন পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলী ও বীরভূম জেলার পরিবহণ দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রথম বৈঠক করেন শুভেন্দুবাবু।
পরিবহণমন্ত্রী জানিয়েছেন, এদিনের বৈঠকে অন লাইন রেজিষ্টেশন, ই-সারথী, ই-বাহন, ওভারলোডিং, সেভ ড্রাইভ সেভ লাইফ প্রভৃতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মোটর ভেহিকেলস ইন্সপেক্টরদের ভূমিকা সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা, পুলিশকে যে ইক্যুইপমেণ্ট দেওয়া হয়েছে তা কার্যকর হচ্ছে কিনা, এমনকি ওভারলোর্ডিং বন্ধ হয়েছে কিনা তা নিয়েও এদিন বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন,ওভারলোর্ডিং আটকানোর জন্য ইলামবাজার, মোড়গ্রাম সহ কয়েকটি জায়গায় নতুন চেকপোষ্ট তৈরী হচ্ছে। খুব শীঘ্রই তা চালু হয়ে যাবে।
তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া জলপথে সুরক্ষা পরিবহণ নিয়ে রাজ্যে ৩০০রও বেশি ঘাটগুলিতে লোহার গেট, লাইফ জ্যাকেট প্রভৃতি সামগ্রী দেওয়া হয়েছে। এব্যাপারে প্রতিটি জেটির জন্য দেওয়া হয়েছে ১০ লক্ষ টাকা। তিনি জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে ঘাটে নজরদারীর জন্য একটা করে লঞ্চ ও ব্রেক ডাউন ভ্যান চাওয়া হয়েছে তা দেওয়া হচ্ছে। শুভেন্দুবাবু এদিন জানিয়েছেন, কয়েক মাসের মধ্যে বর্ধমান জেলার জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছে। অনেক মানুষজন মারা গেছেন। গত বছর সারা ভারতে ১ লক্ষ ৪০ হাজার মানুষ মারা গেছে। এর মধ্যে ৯০ শতাংশ ঘটনা ঘটেছে নেশাগ্রস্ত, ঘুমন্ত অবস্থায় অবার কোথাও খালাসিদের দিয়ে গাড়ি চালানোর জন্য। এই তিন জেলার ক্ষেত্রে রোড সেফটির জন্য আড়াই কোটি টাকা করে দেওয়া হয়েছে। এতে রোড সেফটি আরও সুরক্ষিত হবে। তিনি জানিয়েছেন, স্পিড লেজার গান, ব্রিদিং এ্যানালাইজার, স্পিডো মিটার, সিসিটিভি দেওয়া হচ্ছে। কলকাতায় স্পিড লেজার গান ও সিসিটিভি পপুলার হয়েছে। দুর্ঘটনাও কমেছে।
প্রসঙ্গত শুভেন্দুবাবু জানিয়েছেন, পরিবহণ ভবন তৈরী হচ্ছে জেলায় জেলায়। জেলাশাসকরা জায়গা দিলেই হবে। উত্তর ২৪ পরগণায় অনুমোদন হয়ে গেছে। এখান থেকে সিএফ এবং ড্রাইভারদের লাইসেন্স দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হবে।