রাজ্য সরকারের ষষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হল বর্ধমানে। শনিবার জেলাশাসকের দপ্তরের সামনে থেকে অভিনব শোভা যাত্রাটি বের হয়। এই একতা সম্প্রীতি শোভাযাত্রার সূচনা করেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু ও জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। লোকগান থেকে রায়বেশে, রণপা থেকে কীর্তন গান কিংবা ঢাক, আদিবাসী নাচ গান, লুপ্তপ্রায় বিভিন্ন লোকশিল্পের সম্ভার হাজির ছিল এদিনের সম্প্রীতি শোভাযাত্রায়।পুরো জেলার সব কটি গ্রাম পঞ্চায়েত ছুঁয়ে ট্যাবলোটির যাত্রা শেষ হবে। যে সব জায়গায় ট্যাবলো থামবে সেখানে লোকশিল্পীরা রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা ও সাফল্যের কাহিনী নিয়ে অনুষ্ঠান পরিবেশন করবেন। পরবর্তী পর্যায়ে ১০ থেকে ১২ জুন আয়োজিত হবে তিন দিনের বিশেষ অনুষ্ঠান ।ওই অনুষ্ঠানে থাকবে একতাই সম্প্রীতি ও উন্নয়নমৃলক কর্মকাণ্ডের উপর তৈরী প্রদশর্নী। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের তৈরী হস্তশিল্প ও খাদ্য সামগ্রীর প্রদশর্নী ও বিক্রয়ও হবে ।
এদিন শাসকদল তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসীন হওয়ার ষষ্ঠ বর্ষ উৎযাপন করল দুর্গাপুরের তৃনমুল কংগ্রসের দলীয় কর্মীরা। শনিবার দুর্গাপুরের বিভিন্ন জায়গায় দলীয় কর্মীরা দলীয় পতাকা নিয়ে মিছিল করে ও পথসভা করে। দুর্গাপুরের ওল্ড কোর্ট, গোপালমাঠ ও সগড় ভাঙ্গা সহ বিভিন্ন ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জয়গান গেয়ে ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন দলীয় কর্মীরা বিভিন্ন পথসভায়। প্রচুর দলীয় কর্মী এই দিনটিকে স্মরণীয় করতে দলীয় পতাকা নিয়ে মিছিলে পা মেলান।