শনিবার রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট ঘোষণা করল। রাজ্যে তিন দফায় হবে পঞ্চায়েত ভোট। এদিন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং জানান, ১, ৩ ও ৫ মে হবে পঞ্চায়েত নির্বাচন। ২ এপ্রিল নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। ২ এপ্রিল থেকেই মনোনয়ন জমার কাজ শুরু হবে। মনোনয়ন জমার শেষ দিন ৯ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ এপ্রিল। ভোটগ্রহণের সময় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গণনা হবে ৮ মে।
প্রথম দফায় অর্থাৎ ১ মে ভোট হবে দুই বর্ধমান সহ নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। দ্বিতীয় দফায় অর্থাৎ ৩ মে ভোটগ্রহণ করা হবে মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। তৃতীয় দফায় অর্থাৎ ৫ মে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, আলিপুরদুয়ারে ভোট হবে। দার্জিলিং এবং কালিম্পংয়ে পঞ্চায়েত ভোট হচ্ছে না। নির্বাচন কমিশনের ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই আজ, শনিবার থেকেই চালু হয়ে গেল আদর্শ আচরণ বিধি।