পূর্ব বর্ধমানের রায়নায় নকল সিমেন্ট কারবারের হদিস। পূর্ব বর্ধমান জেলা পুলিশের জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালিয়ে ১৫৫৪ বস্তা নকল সিমেন্ট, একটি ল্যাপটপ ও প্রচুর যন্ত্রপাতি উদ্ধার করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে রায়নার বাঁকুড়া মোড়ের একটি হিমঘরের গোডাউনে এদিন বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালায় জেলা এনফোর্সমেন্ট দফতর। হিমঘরের একটি গোডাউনে দীর্ঘদিন ধরে চলছিল বেআইনি সিমেন্টের কারবার। বিভিন্ন কোম্পানীর রিজেক্ট সিমেন্ট কিনে গোডাউনের ভিতরে নিয়ে এসে গঙ্গামাটি মিশিয়ে বিভিন্ন নামী কোম্পানির লেবেল যুক্ত প্যাকেটে ভরে বাজারজাত করা হচ্ছিল।

জেলা পুলিশসুপার ভাস্কর মুখার্জী সাংবাদিক সম্মেলন করে জানান, ধৃত দুজন হলেন রবীন্দ্রনাথ বৈরাগ্য ও তারাপদ বৈরাগ্য। মালিক রবীন্দ্রনাথ বৈরাগ্যের বাড়ি বর্ধমানের বিবেকানন্দ কলেজমোড় এলাকায়। ধৃত অন্যজন ম্যানেজার তারাপদ বৈরাগ্যের বাড়ি মঙ্গলকোটের আউশগ্রামে। মোট ১৫৫৪ প্যাকেট নকল সিমেন্ট উদ্ধার হয়েছে। পাশাপাশি গঙ্গামাটি সহ বেশ কিছু উপকরণও পুলিশ বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া সমস্ত জিনিসই পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। ধৃতদের আগামীকাল আদালতে তোলা হবে।


Like Us On Facebook