সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যব্যাপী শুরু হয়েছে বিশেষ পথ নিরাপত্তা অভিযান। দুর্ঘটনা রোধে এবং পথ নিরাপত্তার লক্ষে শুরু হয়েছে এই অভিযান। পথ নিরাপত্তায় যাত্রীদের নিরাপত্তা বাড়াতে সোমবার নবাবহাট এলাকায় অভিযান চালালো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।

রাজ্যব্যাপী এই অভিযানে বিভিন্ন জায়গায় চালকদের লাইসেন্স ও গাড়ির ফিটনেস পরীক্ষা, চালকদের স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা, লোকসঙ্গীতের মাধ্যমে যাত্রী এবং চালকদের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি সহ শ্রম দফতর কর্তৃক সামাজিক সুরক্ষা যোজনার প্রচার চালানো হচ্ছে। এদিন বর্ধমানের নবাবহাট এলাকায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এবং জেলা পুলিশ যৌথভাবে অভিযানে নামে। এদিন যাত্রীবাহী সমস্ত বাসের ছাদ ও ছাদের সিঁড়ি কেটে দেওয়া হয় জেলাপ্রশাসনের তরফে। প্রায় ৫০ টি বাসের সিঁড়ি ও ছাদ কেটে দেওয়া হয়। আগামীদিনেও এই অভিযান চলবে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে।

Like Us On Facebook