বর্ধমান-কাটোয়া ব্রডগেজ লাইনে বর্ধমান থেকে বলগোনা পর্যন্ত রেল পরিষেবা কয়েক বছর আগেই চালু হয়েছে। বলগোনা থেকে কাটোয়া পর্যন্ত ব্রডগেজ লাইনের কাজও শেষ হয়েছে। বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত পুরোদমে রেল পরিষেবা চালুর উদ্দেশ্যে বৃহস্পতিবার লাইন পরিদর্শনে আসেন পূর্ব রেলের ডিআরএম ও সেফটি কমিশনার।
এদিন বিকেলে রেলের সেফটি কমিশনার পি কে আচার্য ও ডিআরএম মনু গোয়েল বিশেষ ট্রেনে চেপে বলগোনা থেকে কাটোয়া পর্যন্ত লাইন পরিদর্শন করেন। নিরাপত্তা, সিগন্যালিং সহ সব কিছু খতিয়ে দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। খুব শীঘ্রই পরিষেবা চালু করার আশ্বাসও দেন। জানা গেছে ডিআরএম ও সেফটি কমিশনারের রিপোর্ট পাওয়ার পর ওই লাইনে পুরোদমে রেল পরিষেবা চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে রেল। পুজোর আগেই বর্ধমান-কাটোয়া ব্রডগেজ লাইনে রেল পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই লাইনে রেল পরিষেবা চালু হলে বর্ধমান থেকে ১ ঘন্টা ১০ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে কাটোয়ায়।