শিল্পাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে মাস দেড়েকের মধ্যেই অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দর থেকে চেন্নাই ও মুম্বাই বিমান পরিষেবা চালু হতে চলেছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় টুইট করে একথা জানিয়েছেন।
বাবুল সুপ্রিয় জানিয়েছেন, খুব শীঘ্রই দুটি রুটে বিমান পরিষেবা শুরু হবে। এর জন্য প্রয়োজনীয় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রাথমিক ভাবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছিল জানুয়ারির ১০ তারিখের মধ্যে অণ্ডাল বিমান বন্দর থেকে নতুন রুটে বিমান পরিষেবার বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। সেইমতো গতকাল, বুধবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় নিজে টুইট করে মাস দেড়েকের মধ্যেই অণ্ডাল বিমান বন্দর থেকে চেন্নাই ও মুম্বাই বিমান পরিষেবা চালু হওয়ার কথা জানান। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সপ্তাহে চারদিন কলকাতা-অণ্ডাল-চেন্নাই ও কলকাতা-অণ্ডাল-মুম্বাই রুটে স্পাইসজেটের বিমান আসা-যাওয়া করবে। বর্তমানে কলকাতা-অণ্ডাল-দিল্লি রুটে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল করছে সপ্তাহে চারদিন।