কুনুর নদী ছাপিয়ে গিয়ে প্লাবিত হয়ে গেল গুসকরা শহরের একাংশ। বিশেষ করে গুসকরা পুরসভার ১ এবং ২ নম্বর ওয়ার্ড এলাকা প্রায় সম্পূর্ণ প্লাবিত। ঘর ছেড়ে মানুষজন নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন। যতটা পারছেন ঘর থেকে মালপত্র সরানোর চেষ্টা করছেন স্থানীয়রা। গুসকরা শহরের কয়েকশো পরিবার একপ্রকার গৃহহীন হয়ে গেছেন প্লাবনের জেরে।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার মধ্যরাত থেকে কুনুর নদীর জল বাড়তে থাকে। হু হু করে জল ঢুকতে থাকে ঘরে-ঘরে। তখন অধিকাংশ পরিবার ঘুমিয়ে পড়েছিলেন। এরপর নিমেষের মধ্যে ঘরের মধ্যে হাঁটু সমান কোথাও কোমর সমান জল জমে যায়। এদিন শনিবার সকাল থেকে আরও জল বাড়তে থাকে। গুসকরার কমলনগর, দোনাইপুর, কোন্নগর, কাটাটিকুরি, ধরমপুর, দিঘে কেলেটি, সোঁয়ারা প্রভৃতি এলাকার এখন ভয়ঙ্কর চেহারা। ঘর ছেড়ে বেরিয়ে কেউ আশ্রয় খুজতে যাচ্ছেন আত্মীয়বাড়ি। কেউ যাচ্ছেন ত্রাণশিবিরে। শুক্রবার মাঝরাত থেকেই শুরু হয়েছে প্রাণরক্ষার লড়াই। গুসকরা পুরসভা থেকে দুর্গতদের জন্য ত্রাণসামগ্রী ও ত্রিপল পৌছে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। পুরসভা সূত্রে জানা গেছে, বর্তমানে পুরসভার ১, ২, ৩, ৪, ৬, ৭ এবং ১২ নম্বর ওয়ার্ড এলাকা কমবেশি প্লাবিত হয়ে গেছে। স্থানীয়দের দাবি দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে রাতারাতি কুনুর নদীর জলস্তর বেড়ে গেছে। তাই এই পরিস্থিতি।