নিম্নচাপের জেরে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বুদবুদের কোটা গ্রামের মেটে পাড়ায় কাঁচা বাড়ি ভেঙে শনিবার ভোর রাতে এক ব‍্যক্তি গুরুতরভাবে আহত হয়।আহত ব‍্যক্তির নাম রামপদ মল্লব। আহত ব‍্যক্তিকে উদ্ধার করে স্থানীয় মানুষ মানকর হাসপাতালে ভর্তি করে। একই ভাবে নিম্ন চাপের জেরে টুনি নদীর জলোচ্ছ্বাসে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার গোগলায় বেশকিছু মাটির বাড়ি শুক্রবার ভেঙে পড়ে। স্থানীয় বিডিও শুভঙ্কর সিংহ সরকার বিপর্যস্ত এলাকায় পরিদর্শন করে ত্রাণ শিবির খুলে বিপর্যস্ত মানুষকে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন। এদিকে কোটা গ্রামের মেটে পাড়ার বাড়ি ভেঙে আহত ব‍্যক্তিকে প্রশাসনিক সাহায্য করার কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায় নি।

Like Us On Facebook