আগামী ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোকে কেন্দ্র করে আগ্রহ ক্রমশই বাড়ছে। ৫ অগস্ট, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করবেন। মন্দির নির্মাণের কাজে দেশের নানা প্রান্তের হিন্দু দেবস্থানের জল-মাটি ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মাটি, জল অযোধ্যার উদ্দেশ্যে পাঠানো শুরু হয়ে গেছে। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার গঙ্গা নদী থেকে গঙ্গা জল ও মাটি পাঠানো হয়েছে।
এবার সোমবার বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দির থেকে জল ও মাটি নিয়ে যাওয়া হল অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো উপলক্ষ্যে। এদিন আয়োজকরা জানিয়েছেন, বর্ধমানের নাগরিকদের পক্ষ থেকে এই মাটি ও জল অযোধ্যায় অর্পণ করা হবে। নিঃসন্দেহে রামমন্দির নির্মাণে সর্বমঙ্গলা মন্দিরের মাটি ও জল সেখানে যাওয়ায় রীতিমত উৎসাহের সৃষ্টি হয়েছে শহর জুড়ে। এদিন আয়োজকরা জানিয়েছেন, করোনা উদ্ভূত পরিস্থিতির জেরে তাঁরা অযোধ্যায় যেতে পারছেন না। সেজন্য একটা আক্ষেপ থাকলেও দেবী সর্বমঙ্গলা মন্দিরের পবিত্র মাটি ও জল তাঁরা পাঠাতে পারায় খুশী।