শুক্রবার সন্ধ্যায় আপ ময়ুরাক্ষী এক্সপ্রেস ট্রেনের মহিলা কামরায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে, দুর্গাপুর মহকুমার উখড়ার বাসিন্দা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শীর্ষা ব্যানার্জী এদিন হাওড়া থেকে বাড়ি ফিরছিলেন। বর্ধমান ষ্টেশন থেকে ট্রেনটি ছাড়বার মূহুর্তে ওই মহিলা বগিতে ওঠে এক দুষ্কৃতি। শীর্ষা ব্যানার্জীর হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেয় ওই দুষ্কৃতি। এমনকি তার কাছে থাকা ব্যাগটিও কাড়বার চেষ্টা করে দুষ্কৃতিটি। এই এঘটনায় চিৎকার করে ওঠেন শীর্ষা। ইতিমধ্যে দুষ্কৃতিটি চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে পালিয়ে যায়। এই ঘটনায় শীর্ষাদেবীর হাতে গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে যাত্রীরা চেন টেনে ট্রেন দাঁড় করান। এই ঘটনায় ব্যাপক ক্ষোভও প্রকাশ করেন যাত্রীরা। যদিও ঘটনার পরেই পুলিশ ঘটনাস্থলে হাজির হলেও তেমন কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেছেন শীর্ষা ব্যানার্জীর বাবা অগ্নি ব্যানার্জী। তিনি জানিয়েছেন, দুষ্কৃতিরা দুজন ছিল। একজন বগিতে উঠলেও অন্যজন প্লাটফর্মেই অপেক্ষা করছিল। যদিও এব্যাপারে বর্ধমান ষ্টেশনের জিআরপি এবং আরপিএফের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি বলে জানানো হয়েছে।
Like Us On Facebook