পূর্ব বর্ধমানের নতুনগ্রাম রেল গেটের কাছে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। কলকাতায় চোখের চিকিৎসা করাতে যাওয়ার পথে দুষ্কৃতীদের খপ্পড়ে পড়লেন এক দম্পতি ও তার ভাইপো। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সেখ আম্বিয়া, তাঁর স্ত্রী চাঁদনীহার বেগম ও ভাইপো নাসিরউদ্দিন সেখ মোটর বাইকে করে কোমলপুরের বাড়ি থেকে বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন। অভিযোগ, নতুনগ্রাম রেল গেটের কাছে চার জন দুষ্কৃতী দুটি বাইকে করে এসে লোহার রড ও ছুরি নিয়ে তাঁদের পথ আটকায় এবং নগদ চার হাজার টাকা, একটি সোনার চেন ও কানের দুল ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। রেল গেটে কর্তব্যরত আরপিএফ কর্মীরা ছুটে গেলে দুষ্কৃতীরা দুটি মোটর বাইক ফেলে পালিয়ে যায়। বর্ধমান থানার পুলিশ বাইক দুটিকে উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
Like Us On Facebook