বুধবার বর্ধমান দক্ষিণ কেন্দ্রে প্রচারের শেষ লগ্নে বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ থেকে কার্জন গেট পর্যন্ত প্রায় দেড় কিমি রোড শো করে গেলেন কেন্দ্রের নারী ও শিশু পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী স্মৃতি ইরানি। বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীর সমর্থনে এদিন তিনি বর্ধমানে আসেন। বর্ধমানের স্পন্দন মাঠে হেলিকপ্টারে নেমে তিনি সোজা চলে যান বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে। এরপর তিনি লক্ষ্মীপুর মাঠের জোড়া মন্দির থেকে রোড শো শুরু করেন।

রীতিমত বর্ণাঢ্য শোভাযাত্রা করে স্মৃতি ইরানি বলেন, ২ মে বাংলা থেকে বিদায় নিচ্ছে তৃণমূল, আসছে বিজেপি। এদিন জনগণের কাছে সন্দীপ নন্দীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। তিনি এদিন বলেন, ভোটের প্রথম দফায় নন্দীগ্রাম জানিয়ে দিয়েছে ভোটের ফলাফল কি হবে। নির্ধারিত হয়ে গেছে তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। তিনি বলেন, মা, মাটি, মানুষের নাম করে তৃণমূল ক্ষমতায় এসেছিল। কিন্তু মাকে অপমানিত করেছে, মাটিকে রক্তাক্ত করেছে আর গরীব মানুষের কাছ থেকে কাটমানি নিয়ে গরীব মানুষের ওপর অত্যাচার করেছে তৃণমূল। তিনি বলেন, এখনও পর্যন্ত যে ৪ দফায় ভোট হয়েছে তাতে বিজেপিই জিতছে। বর্ধমান দক্ষিণের উন্নয়ন, গরীব মানুষের জন্য সন্দীপ নন্দীকে জয়ী করার আবেদন জানান। তিনি বলেন, তৃণমূলের গুণ্ডারা ভয় দেখাচ্ছে। আর যেদিন বিজেপি ক্ষমতায় বসবে সেদিন তৃণমূলের এই গুণ্ডাদের জেলে ভরা হবে।

Like Us On Facebook