দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থা(SBSTC)-র চলন্ত বাসে ধোঁয়া বের হতে দেখে আগুন লেগেছে ভেবে আতঙ্কিত হয়ে যাত্রীরা বাস থেকে নেমে যান। ঘটনাটি বর্ধমানের উল্লাস বাসস্ট্যান্ড এলাকায় ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল নাগাদ নবাবহাট থেকে গাংপুর হাটতলা যাওয়ার সময় উল্লাস বাসস্ট্যান্ডের কাছে বাস থেকে হঠাৎ করেই ধোঁয়া বের হতে থাকে। বাস থেকে ধোঁয়া বের হতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন বাস যাত্রীরা। চালক ধোঁয়া দেখতে পেয়ে বাস দাঁড় করিয়ে দিলে যাত্রীরা বাস থেকে নেমে যান। SBSTC- সূত্রে জানা গেছে, যান্ত্রিক গোলযোগের কারণেই এই ঘটনা ঘটেছে। তবে কোন যাত্রী আহত হননি।
Like Us On Facebook