.
অন্ডালের হরিশপুর এলাকার মাধবপুর কোলিয়ারিতে মাটির ফাটলের মধ্য দিয়ে রবিবার সকাল থেকে ভয়ানক আগুনের হলকা সঙ্গে কালো ধোঁয়া বের হতে দেখে এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় মানুষ মাটি ধ্বসে পড়ার আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েন। জানা গেছে, কালো ধোঁয়া নির্গমনের জেরে গ্রামবাসীদের শ্বাসকষ্ট হচ্ছে। ঘটনাস্থলের কাছেই একটি প্রাইমারি স্কুল রয়েছে। অভিভাবকরা কচিকাঁচাদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন। স্থানীয় মানুষ ইসিএল কর্তৃপক্ষকে সমস্যা সমাধানে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানিয়েছেন।
Like Us On Facebook