পরিত্যক্ত ইটভাটা থেকে মহিলার নলি কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শক্তিগড় থানার বাগমারী এলাকায়। মৃতার নাম মৌমিতা দে ওরফে পম্পা (৩৮)। বাড়ি শক্তিগড় থানারই বাবুরপুকুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৫ টা নাগাদ মৌমিতা দে ঘর থেকে বের হন। তিনি পরিচারিকার কাজ করতেন। তারপর তিনি গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করে পরিবারের লোকেরা। ফোনও করা হয় মৌমিতাদেবীর ফোনে। রিং হলেও কেউ ফোন তোলেনি। আজ সকালে বাগমারী এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা এলাকায় তাঁর গলার নলি কাটা দেহ দেখতে পান স্থানীয়রা, এরপর তাঁরাই খবর দেন পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়। স্বামী মারা যাওয়ার পর মৌমিতাদেবী বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন। কি কারণে খুন খতিয়ে দেখছে শক্তিগড় থানার পুলিশ।
Like Us On Facebook