আপ পূর্বা এক্সপ্রেস থেকে ৬ টি ল্যাপটপ সহ একটি ডিভাইস উদ্ধার করল বর্ধমান স্টেশনের জিআরপি। বৃহস্পতিবার হোলির জন্য সকাল থেকেই জিআরপি বিভিন্ন দূরপাল্লার ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনেও তল্লাশি চালাচ্ছিল।
এদিন বর্ধমান স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে আপ পূর্বা এক্সপ্রেস থামলে জিআরপি তল্লাশি করতে গিয়ে জেনারেল কামরার বাথরুমের কাছে একটি বড় লাল রঙের ট্রলি ব্যাগ দেখতে পায়। ট্রলির মালিকের খোঁজ করে সন্ধান না পেয়ে ট্রলিটি ট্রেন থেকে নামিয়ে জিআরপি থানায় নিয়ে যায়। ট্রলি ব্যাগটির লক খুলে পাওয়া যায় ৬ টি নামী কোম্পানির ল্যাপটপ ও একটি ডিভাইস। তবে এই ঘটনায় জিআরপি কাউকে গ্রেফতার করতে পারে নি। কি উদ্দেশ্যে এতগুলি ল্যাপটপ নিয়ে যাওয়া হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে জিআরপি তদন্ত শুরু করেছে।
Like Us On Facebook