.

রাত হলেই বাড়ির ছাদে তাদের আনাগোনা। শুধু রাতেই তাদের বিচরণ। পুরানো সামগ্রীর আড়ালে থাকে। তাকে কেন্দ্র করে আতঙ্কে ভুগছিলেন বর্ধমান শহরের নতুনপল্লী দুর্গাতলা এলাকার ভাস্কর চৌধুরির পরিবার। সমগ্র বিষয়টি তাঁরা প্রতিবেশীদের জানান। শনিবার সকালে এলাকার কয়েকজন তিনতলার ছাদে ওঠেন। খোঁজাখুঁজি করতে গিয়ে চক্ষু চড়কগাছ তাঁদের। রীতিমত সংসার পেতে বসেছে গন্ধগোকুল। একটি নয়, সংখ্যায় তারা ৬টি। মা ও তার পাঁচ শাবক। খবর দেওয়া হয় বন দফতরে। বন বিভাগের কর্মীরা এসে মা ও পাঁচ শাবককে উদ্ধার করেছে। শাবকগুলি ১৫ দিন বয়সী বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। গত তিন মাসে শহরে প্রায় ২০ টি গন্ধগোকুল উদ্ধার হয়েছে।

Like Us On Facebook