স্কুল ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করল বর্ধমানের মহিলা থানার পুলিশ। বর্ধমানের হিন্দু হরিসভা গালর্স স্কুলের ছাত্রীদের গত কয়েক দিন ধরে কয়েকজন যুবক ধারাবাহিক ভাবে উত্যক্ত করছিল। কখনো স্কুলের গেটে, স্কুলে ঢোকার সময়, আবার কখনো ছুটি হওয়ার পর বাড়ি ফেরার সময় ছাত্রীদের উত্যক্ত করা হচ্ছিল বল অভিযোগ। পাশাপাশি স্কুলের পাশে থাকা পার্কের থেকেও ছাত্রীদের কটুক্তি করার অভিযোগ ওঠে ধৃতদের বিরুদ্ধে। বর্ধমানের মহিলা থানায় স্কুল কর্তৃপক্ষের অভিযোগের পরিপেক্ষিতে শুক্রবার ইভটিজারদের হাতে নাতে ধরে ফেলে মহিলা থানার পুলিশ।
Like Us On Facebook