আইভি খুনের বিচার ও অভিযুক্তের শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যায় উখরা গ্রামে বাসিন্দাদের পক্ষ থেকে মৌন মিছিল করা হয়। মিছিলটি পুরাতন হাটতলায় শুরু হয়ে শেষ হয় স্কুল মোড়ে। সেখানে মৃত আইভি হাজরার স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। মিছিল থেকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, ২৯ জুলাই কাজোড়া গ্রামের হাজরা পাড়ায় নিজের বাড়িতে খুন হন আইভি হাজরা। খুনের অভিযোগে পুলিশ আইভির স্বামী উখরার বাসিন্দা বিক্রম রায়কে গ্রেফতার করেছে। জেরায় বিক্রম খুনের কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি। ঘটনার কয়েকদিন পর বিক্রমকে কাজোড়ায় এনে খুনের ঘটনার পুর্ননির্মাণ করায় পুলিশ। সেদিন ঘটনাস্থলে বিক্রমকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। তাঁরাও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Like Us On Facebook