সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবার পর আস্থা ভোটেও পরাজয়ের পর সোমবার দাঁইহাট পুরসভার চেয়ারম্যান এবং ভাইসচেয়ারম্যান কে কে হবেন তা নির্দিষ্ট করে দিয়ে গেলেন রাজ্যের পূর্তমন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলার দলীয় পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। এদিন পশ্চিম বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভা শেষে বর্ধমানের সার্কিট হাউসে আসেন অরূপবাবু। সেখানে দাঁইহাট পুরসভার তৃণমূলে আসা এবং তৃণমূলের টিকিটে নির্বাচিত কাউন্সিলারদের নিয়ে বৈঠক করেন। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথও। ছিলেন আসানসোলের মেয়র জীতেন্দ্র তিওয়ারি, জেলা তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত, উজ্জ্বল প্রামাণিক, আজিজুল হক মণ্ডল, নুরুল হাসান সহ বর্ধমান পুরসভার একঝাঁক কাউন্সিলাররা।
অরূপবাবু জানিয়েছেন, দাঁইহাট পুরসভার নতুন চেয়ারম্যান হিসাবে দলীয়ভাবে শিশির মণ্ডলকে নির্বাচিত করা হয়েছে। একইসঙ্গে ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয়েছে প্রদীপ রায়কে। খুব শীঘ্রই তাঁরা ক্ষমতায় বসছেন। উল্লেখ্য মোট ১৪ আসন বিশিষ্ট দাঁইহাট পুরসভায় সিপিএমের ছিল ৯জন কাউন্সিলর, তৃণমূলের ৪জন, একজন বিজেপি। গত ২ ফেব্রুয়ারি বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক ডেকে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন চার জন কাউন্সিলর। সিপিএম ছেড়ে ৪জন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় পাল্লা ভারী হয় তৃণমূলের। এরপরই অনাস্থা আনে তৃণমূল। অনাস্থা ভোটে পরাজিত হয় সিপিএম।