পূর্ব বর্ধমান জেলায় খুশির হাওয়া। বুধবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রথম দশে ছাপ্পান্ন জনের মধ্যে পূর্ব বর্ধমানের পাঁচজন। এই ফলাফল গর্বের। ৭৭ দিনের মাথায় এবছর মাধ্যমিকের ফল প্রকাশিত হল। প্রথম কোচবিহার সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ। তার প্রাপ্ত নম্বর ৬৮৯।

মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় স্থানে কালনার পূর্ব সাতগেছিয়া হাইস্কুলের ছাত্র শীর্ষেন্দু সাহা। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। এই সংবাদ চাউর হতেই সংবাদ মাধ্যমের ঢল নামে শীর্ষেন্দুর বাড়িতে। সংবাদ মাধ্যমের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরাও উপস্থিত হন শীর্ষেন্দুকে অভিনন্দন জানাতে। শীর্ষেন্দু বর্ধমান ডট কমকে জানায়, এই ফলাফলে সে খুব খুশি। বিজ্ঞান নিয়ে পড়াশোনার ইচ্ছা আছে।

জানা গেছে, শীর্ষেন্দু দিনে ৬-৭ ঘন্টা পড়াশোনা করত। অবসর সময়ে গোয়ান্দা গল্পের বই নিয়ে কাটাত। শির্ষেন্দুর বাবা সুধাংশু শেখর সাহা পুলিশের সাব-ইন্সপেক্টর। কলকাতার লালবাজারে পোস্টিং। মা নিপাট গৃহবধু। ছেলের এই সাফল্যে মা সীমা সাহা আনন্দে আত্মহারা। শীর্ষেন্দুর এই সাফল্যের কথা জানতে পেরে মা তড়িঘড়ি শীর্ষেন্দুকে মিষ্টিমুখ করান। শীর্ষেন্দুর এই সাফল্যে পুলিশ মহলেও খুশির হাওয়া।

এছাড়াও পুর্ব বর্ধমানের পারুলিয়া কেকে হাইস্কুলের অরত্রিকা পাল (৬৮৪) ও কান্দরা জ্ঞানদাস মেমোরিয়ালের প্রতিমান দে (৬৮৪) ষষ্ঠ স্থান, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের দেবাঞ্জন ভট্টাচার্য(৬৮৩) ও সুলতানপুর তুলসিদাস বিদ্যামন্দিরের অরিন্দম ঘোষ (৬৮৩) সপ্তম স্থান পেয়েছে।

Like Us On Facebook