কালনা মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হল। মহকুমাশাসকের কার্যালয় চত্বরে চালু হল প্রতীক্ষালয়।
কোনো প্রতীক্ষালয় না থাকায় জন্য কালনা মহাকুমা আদালত ও মহকুমাশাসকের কার্যালয়ে নানান কাজে আসা সাধারণ মানুষজন ভীষন অসুবিধার সম্মুখীন হতেন।
ঘন্টার পর ঘন্টা গাছের একটু ছায়ার জন্য গাছের নীচে তাদের বসে থাকতে হত। গ্রীষ্ম ও বর্ষাকালে চরম অসুবিধায় পড়তে হত।
সাধারণ মানুষজনের সুবিধার জন্য মহকুমাশাসকের কার্যালেয়র কাছে একটি শেডের সংস্কার করে সেখানে গড়ে তোলা হয় প্রতীক্ষালয় এবং সেখানে আলো ও পাখার ব্যাবস্থা করা হয়েছে। নবনির্মীত প্রতীক্ষালয়টি পেয়ে সাধারণ মানুষজন ভীষন খুশি। মহকুমাশাসকের এই উদ্যোগ কে তারা সাধুবাদ জানান।